বিডি নীয়ালা নিউজ(২২ই আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ প্রবাসী বাংলাদেশীরা চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে ৫০৩.৭৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথম পাঁচ দিনে রেমিটেন্স এসেছে ১৯২.৪৫ মিলিয়ন ডলার, কিন্তু ৬ থেকে ১২ আগস্টের মধ্যে রেমিটেন্স প্রবাহ বেড়ে যায় এবং এসময়ের মধ্যে দেশে আসে ৩১১.৩৩ মিলিয়ন ডলার।
তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশীরা এসময় ৩৩৪.০৯ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাতে অনেক বেশি প্রাইভেট ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেছে।
প্রাপ্ত তথ্যে আরো দেখা যায়, চারটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকের মাধ্যমে ১৫৯.৯৯ মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। অপর দিকে চারটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪.১৯ মিলিয়ন ডলার।
তবে প্রবাসী বাংলাদেশীরা বিদেশী বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে মাত্র ৫.৫১ মিলিয়ন ডলার।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ মিলিটেড (আইবিবিএল)-এর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১২৫.৮১ মিলিয়ন ডলার রেমিটেন্স। ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এসেছে ২১.৭১ মিলিয়ন ডলার।
অন্য পাঁচটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক হচ্ছে-ন্যাশনাল ব্যাংক লি. (২০.২৪ মিলিয়ন ডলার), পূবালী ব্যাংক (১৮.০৬ মিলিয়ন ডলার), উত্তরা ব্যাংক (১৭.৯৪ মিলিয়ন ডলার), ব্যাংক এশিয়া (১৩.৬০ মিলিয়ন ডলার) ও মার্কেন্টাইল ব্যাংক (১২.১৮ মিলিয়ন ডলার)।
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ৬১.৪১ মিলিয়ন ডলার, জনতা ব্যাংক ৪২.৪৭ মিলিয়ন ডলার, রূপালী ব্যাংক ৮.০৬ মিলিয়ন ডলার ও সোনালী ব্যাংক ৪৮.০৬ মিলিয়ন ডলার রেমিটেন্স গ্রহণ করেছে।