ডেস্ক রিপোর্টঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম কার্যকরী সভা আগামী শনিবার (২৩ মার্চ) অনুষ্ঠিত হবে। গততাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “আগামী ২৩ মার্চ বেলা ১১টায় ডাকসু ও হল সংসদের প্রথম পর্ষদ সভা হবে।“

উপাচার্য বলেন, কেন্দ্রীয় সংসদের পর্ষদ সভা হবে পুরাতন সিনেট ভবনের অডিটোরিয়ামে। আর হল সংসদের সভা সংশ্লিষ্ট হলগুলোতে হবে।

দীর্ঘ ২৮ বছর পর গত গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি পদে বিজয়ী হন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর। এছাড়া জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এজিএস পদে সাদ্দাম হোসেনসহ বাকি ২৩টি পদে এই সংগঠনের নেতারা নির্বাচিত হন। এদিকে নির্বাচনে কারচুপির ও অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করা প্যানেলগুলো ডাকসু ও হল সংসদের পুননির্বাচনের দাবিতে গতকাল সোমবারও উপাচার্যের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে