ডেস্ক রিপোর্ট : রাতকানা রোগ প্রতিরোধে এবং শিশুর মৃত্যুহার কমাতে আজ সারাদেশে ২২ দশমিক ৫ মিলিয়ন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে কিছু সংখ্যক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল ও ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ীকেন্দ্রসহ অতিরিক্ত আরও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।
বি/এস/এস/এন