mahmudur rahman11

বিডি নীয়ালা নিউজ(৪ই মে১৬)-অনলাইন প্রতিবেদনঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ ডিবি এএসপি হাসান আরাফাত পুনরায় ৭ দিনের এই রিমান্ড আবেদন করেন।

মাহমুদুর রহমানের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

এর আগে গত ১৮ এপ্রিল সাবেক এ জ্বালানী উপদেষ্টাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পর গত ২৫ এপ্রিল ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় এই মামলা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের পূর্বে যে কোনো সময় জাসাস সহ-সভাপতি মোহাম্মাদ উল্লাহ মামুন ও তার ছেলে রিজভী আহমেদ সিজারসহ আসামিরা পল্টনস্থ জাসাস কার্যালয়ে, নিউইয়ার্ক শহরে, যুক্তরাজ্যে ও বাংলাদেশের বিভিন্ন স্থানে একত্রিত হয়ে পরস্পর যোগসাজসে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী পুত্র বর্তমান তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আসামি মোহাম্মাদ উল্লাহ মামুন ও বিএনপি ও বিএনপি জোটভুক্ত নেতৃত্ব আসামি সিজারকে দায়িত্ব দেয়। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রে সিজারের ৪২ মাসের কারাদণ্ড হয়।##banglamail

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে