শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি: সদ্য ঘোষিত পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৯ শে মে।এ উপলক্ষ্যে কপিলমুনির কর্তব্যরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন চিংড়ী মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস।মঙ্গলবার সন্ধ্যায় কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় কালে আনন্দমোহন বিশ্বাস বলেন,বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাশাপাশি আমি পাইকগাছা উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আমি আপনাদের সন্তান। আপনাদের আনন্দ মোহন বিশ্বাস। আমার চলার পথে যদি কোন ভুল ত্রুটি থাকে সেটিকে নিজের সন্তান ভেবে ক্ষমা করে দিবেন। আমার প্রতীক চিংড়ী মাছ। আপনাদের মাধ্যমে পাইকগাছা উপজেলার সকল মানুষের কাছে ভোট প্রার্থনা করছি। আপনারা সকলে আমার জন্য আর্শীবাদ করবেন,দোয়া করবেন। আমি যদি নির্বাচিত হই তাহলে আমার দ্বারা কারও সন্মানহানী হবে এমন কোন কাজ আমি করবনা। আমার ৩৬ বছরের রাজনৈতিক জীবনে কখন ব্যাক্তি স্বার্থে কোন কাজ করিনি। সব সময় পাইকগাছা উপজেলার মানুষের জন্য কাজ করেছি। দলের জন্য কাজ করেছি। সকলের সাথে মিলেমিশে চলার চেষ্টা করেছি।অত্র উপজেলার সকল মানুষ আমার আত্নার সাথে মিশে আছে।আমি আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। এমপি রশীদুজ্জামান জন্য দোয়া করবেন।তিনিও আমাদের এলাকার সন্তান।পাইকগাছা কয়রার জনমানুষের জীবন মান উন্নয়নে জন্য তিনি কাজ করে যাচ্ছেন।তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি।পরিশেষে তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে চিংড়ী মাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন।এসময় উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জি এম হেদায়েত আলী টুকু,সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালাম ও মিলন দাশ,সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত,যুগ্ন-সাধারণ সম্পাদক জি এম আসলাম হোসেন,কোষাধক্ষ্য জি এম মোস্তাক আহমেদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম শফিউল ইসলাম,নির্বাহী সদস্য জি এম হাসান ইমাম,এস এম লোকমান হেকিম,এস এম আব্দুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুস্তাফিজুর রহমান পারভেজ,শেখ দীন মাহমুদ,রহিমা আক্তার শম্পা, আমিনুল ইসলাম বজলু,সাধন কুমার ভদ্র,এম বুলবুল আহমেদ,শেখ ইকবাল হোসেন খোকন,আফসার আলী,সরদার বজলুর রহমান,প্রবীর জয়,তপন পাল,এম আজাদ হোসেন, রফিকুল ইসলাম খান,সেকেন্দার আলী,অলিউল্ল্যাহ গাজী,মনিরুল ইসলাম,অলোক মজুমদার, অজয় সাধু,নাদীর শাহ,আবুল কাশেম, সাহেব আলী,মিন্টু অধিকারী, খায়রুল ইসলাম,রাম প্রসাদ কর্মকার, জি এম হারুন অর রশিদ,পত্রিকা পরিবেশক মমিন গাইন,কামরুল ইসলাম প্রমুখ।