মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মুনের পাশে দাঁড়ালেন নীলফামারীর কিশোরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। “উন্নত চিকিৎসায় সুস্থ্য হয়ে দেশ গঠনে অংশ হতে চায় আহত মুন” তাকে সহযোগীতার হাত বাড়িয়ে দেন উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আহত মাহবুব আল হাসান মুনের চিকিৎসার জন্য তার বাবা মায়ের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশ উত্তাল হলে স্বৈরাচারী সরকারের নির্বিচারে ছাত্রদের উপর গুলি-হত্যা-নির্যাতন সহ্য করতে না পেরে আন্দোলনে নেমে পড়ে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের মেধাবী ছাত্র মাহবুব আল হাসান মুন। ১৬ জুলাই রংপুরে আন্দোলনের সময় পুলিশের ছোড়া গুলির ছররায় গুরুতর আহত হন মুন।