tarana-halim

বিডি নীয়ালা নিউজ(৮ই ফেব্রুয়ারী ১৬)-ঢাকা প্রতিবেদকঃ  উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে ইন্টারনেটের মূল্য কম বলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, গ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে ইন্টারনেটের মূল্য আরও কমানোর চিন্তা রয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারানা হালিম কম মূল্যে মানুষের হাতে আধুনিক প্রযুক্তির মানসম্পন্ন স্মার্টফোন ও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে চাওয়ার কথা জানালে ফেসবুক ব্যবহারকারী অনেকেই কম মূল্যে ইন্টারনেট পাওয়ার দাবি জানান।

তন্ময় আহমেদ নামের একজন, লেখেন ‘মাননীয় প্রতীমন্ত্রী, কম মূল্যে ইন্টারনেট চাই।’ এর উত্তরে তারানা হালিম লেখেন, ‘আমাদের বিটিসিএলের ও অন্যান্য আইএসপিদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অনেক কম মূল্যের। পাশাপাশি বিশ্বের অনেক উন্নত দেশগুলোর তুলনায় আমাদের মোবাইল ইন্টারনেটের মূল্য অনেক কম।’

‘তবুও গ্রাহকদের কথা চিন্তা করে আমরা এটি আরও কমানোর চিন্তা করছি’, লেখেন তারানা হালিম। এ ছাড়া ইন্টারনেটের মান উন্নয়নেরও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে