বিডি নীয়ালা নিউজ(৩০ডিসেম্বর১৫)-অন্তর্জাতিক প্রতিবেদন: ইবোলা মহামারি ছড়িয়ে পড়ার প্রায় দুই বছর পর গিনিকে ইবোলামুক্ত ঘোষণা দিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কনসার্ট এবং আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে এই ঘোষণাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে গিনির বাসিন্দারা।
ইবোলা আক্রান্ত হয়ে শুধুমাত্র গিনিতেই প্রায় আড়াই হাজার মানুষ মারা গেছেন এবং পাশ্ববর্তী সিয়েরা লিওন ও লাইবেরিয়ার মৃতের সংখ্যা আরো প্রায় নয় হাজার।
গত নভেম্বরে সিয়েরা লিওনকে ইবোলামুক্ত হিসেবে ঘোষণা করা হয়, তবে সেপ্টেম্বরে ইবোলামুক্ত ঘোষণা করা হলেও লাইবেরিয়ায় ইবোলার নতুন রোগী শণাক্ত করা হয়েছে।
সর্বশেষ রোগী শনাক্তের পর থেকে দুই দফায় ২১ দিনের ইনকিউবেশন সময় পার হবার পরই কোন দেশকে মানুষ থেকে মানুষে ইবোলার সংক্রমণ মুক্ত হিসেবে ঘোষণা করা হয়।
জাতিসংঘের হিসেবে, গিনির মোট ৬,২২০ টি শিশু ইবোলার কারণে মা-বাবার একজন অথবা উভয়কেই হারিয়েছে।
বিবিসি অনলাইন
You’re in point of fact a excellent webmaster.
The web site loading velocity is incredible.
It sort of feels that you’re doing any distinctive trick.
In addition, the contents are masterwork. you have done a wonderful activity on this subject!
Similar here: zakupy online and also here: Dobry sklep