cover_new_480x270_1052

বিডি নীয়ালা নিউজ(২৫জানুয়ারি১৬)- ইসলামিক প্রতিবেদনঃ

সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী, হজের
উদ্দেশে আগমনকারী ব্যক্তি হজ্জ
সম্পন্ন করার আগে মারা গেলে,
কিয়ামতের দিন তিনি তালবিয়া
(লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক)
বলতে বলতে পুনরুত্থিত হবেন।
.
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত।
তিনি বলেন, এক ব্যাক্তি ইহরাম
অবস্হায় নাবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম -এর সংগে এসেছিল।
সে উট থেকে পড়ে গেল এবং তার
ঘাড় মটকে গেল। ফলে সে মারা
গেল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে
কুলপাতা মিশ্রিত পানি দিয়ে
গোসল করাও এবং তার পরনের কাপড়ে
তাকে কাফন দাও এবং তার মাথার চুল
আবৃত করো না। কারণ সে কিয়ামতের
দিন তালবিয়া পাঠরত অবস্হায়
উপস্হিত হবে। [সহিহ মুসলিম ২৭৬৫]
.
মসজিদুল হারামে মাতাফের উপর
ক্রেন পড়ার কারনে যারা আজ
আল্লাহর কাছে চলে গেলেন, আমরা
দোয়া করি আল্লাহ তাআলা
তাঁদেরকে মর্যাদা দান করুন।
তালবিয়া পড়া অবস্থায় ইহরামের
চাদর গায়ে জড়িয়ে যেন তাঁরা
সেদিন আল্লাহর কাছে হাজির হন।
সেই সাথে আমরা যারা তাঁদের জন্য
দোয়া করছি, আমাদেরকেও ক্ষমা
করে দিন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে