স্টাফ রিপোর্টার মোঃ ইমাম হোসেন
ঢাকায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের তত্বাবধানে পরিচালিত” ই-প্রেস ইন্ডাস্ট্রিজ” লিমিটেডের উদ্বোধন সম্পন্ন হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) ঢাকাস্থ জাতীয় শিশুকল্যান পরিষদ মিলনায়তনে বিকাল ৩’০ টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠন এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর এর সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা সিলেট বিভাগীয় প্রধান ও ই-প্রেস নিউজ এর নির্বাহী সম্পাদক সাংবাদিক মাসুদ লস্কর এর উপস্থিতিতে,নাজমুল কবীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ই প্রেস ক্লাবের উন্নয়ন উপদেষ্টা আরিফুল ইসলাম জিয়া, ক্যাট এর সভাপতি জাতীয় দৈনিক বঙ্গজননী পত্রিকার সম্পাদক ও ই-প্রেস ক্লাবের উপদেষ্টা আলী নিয়ামত, সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন বাবলু, চট্রগ্রাম -১০.আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন Human Aid এর মহাসচিব সেহলী পারভিন, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক অশোক ধর, MORDARN DRU HARBAL (আয়ু) এর পরিচালক জুনায়েদ আহমেদ, কেন্দ্রীয় নেতা সাংবাদিক নাজমুল কবির,রাজশাহী বিভাগের উদ্যোক্তা ও ইত্তেফাক এর রাজশাহী ব্যুরো প্রধান মিজানুর রহমান মিজান, জীবন বীমা কর্পোরেশনের পক্ষে, ইলিয়াস হোসেন ,,সিলেট এর উদ্যোক্তা নয়ন আহমেদ,সুনামগঞ্জের উদ্যোক্তা সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম,চ্যানেল টুয়েন্টি’র সম্পাদক জুম্মান, হবিগঞ্জের উদ্যোক্তা মুজিবুর রহমান মুজিব, হবিগঞ্জের উদ্যোক্তা দেওয়ান মিয়া, ময়মনসিংহ জামালপুরের উদ্যোক্তা সাংবাদিক ডা,আজাদ খান, তালাশ টাইমস এর সম্পাদক ইমরুল হাসান প্রমুখ।
অতিথির বক্তব্যে সেহলী পারভিন বলেন, বাংলাদেশের মত দেশে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন এর সদরদপ্তর ভাবতেই আনন্দে আত্নহারা হয়ে যাই। উপদেষ্টা আরিফুল ইসলাম জিয়া ই-প্রেস ক্লাবের সাথে থাকতে পেরে সংগঠন এর সকলকে ধন্যবাদ জানান, বঙ্গ জননীর সম্পাদক আলী নিয়ামত আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের উদ্যোক্তা ওপ্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে ধন্যবাদ জানান সাংবাদিকদের স্বাবলম্বী করার একটা স্বচ্ছ প্লাটফর্ম তৈরী করার জন্য। ইত্তেফাক এর সাংবাদিক ও রাজশাহীর উদ্যোক্তা মিজানুর রহমান মিজান বলেন, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন চতুর্থ শিল্প বিপ্লবে সফল ভাবে পদার্পন করেছে জেনে আমি আনন্দিত।
ই-প্রেস ক্লাবের সিলেট বিভাগীয় প্রধান ও ই-প্রেস নিউজ এর নির্বাহী সম্পাদক সাংবাদিক মাসুদ লস্কর অনুষ্ঠানে ই-প্রেস ক্লাবের প্রবন্ধ পাঠ করেন। সভাপতির বক্তব্যে সংগঠনের প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব সন্তোষজনক দেন।চতুর্থ শিল্পবিপ্লব করতে হলে সাংবাদিকদের শিল্পপ্রতিষ্টানের মালিক হওয়া জরুরি, তাছাড়া প্রযুক্তির যুগেও সাংবাদিকেরা পিছিয়ে থাকবে কেন?আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব সাংবাদিকদের নীতি-নৈতিকতার মধ্যদিয়ে স্বাবলম্বী করতে চায়।তিনি আরো বলেন, ই-প্রেস ক্লাব তৃতীয় লিঙ্গ নিয়ে কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছে।