চীন উত্তরাঞ্চলীয় সানঝি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শনিবার উচ্চ ক্ষমতার নতুন ম্যাপিং স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে।
একটি লংমার্চ-৪বি রকেটের মাধ্যমে বেইজিং সময় সকাল ১১টা ১৩ মিনিটে ঝিয়ুয়ান ১১১ ০৩ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
রকেটটিতে তিনটি স্যাটেলাইট পাঠানো হয়,এর দুইটি স্যাটেলাইট যথাক্রমে ডার্ক ম্যাটার শনাক্তকরণ ও বাণিজ্যিক ডাটা সংগ্রহ করবে। স্যাটেলাইটগুলো তৈরি করেছে সাংহাই এএসইএস স্পেসফ্লাইট টেকনোলজি কোম্পানি লিমিটেড।
তাইয়ুয়ান কেন্দ্র জানায়, তিনটি স্যাটেলাইট পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।