সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার:সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্ত্রক্ষেপে বাল্য বিয়ের হাত রেখে রক্ষা পেল ৮ম শ্রেনীর স্কুল ছাত্রী জুই খাতুনের। বাল্য বিয়ে প্রতিরোধ কমিটি হৃদয়ে বন্ধুসভার সভাপতি মারুফ সরকার জানান,গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মাদ রায়হানের তথ্যর ভিত্তিতে,সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জাম্যুায়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে স্থানীয় স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী।
তার নির্দেশ অনুয়ায়ি আমরা ঘটনাস্থলে পৌছানো মাত্র সিরাজগঞ্জ সদর থানা ইন্সেপেক্টর তদন্ত রফিকুল ইসলামের নির্দেশে এ,এস আই আবদুল্লাহ ও এ এস আই এদেল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে পৌচায় এবং বিয়ে বন্ধ করে দেয়। তারা পৌছানোর আগেই ছেলেপক্ষের লোকজন পালিয়ে যায়।এসময় আরো উপস্থিত ছিলেন,৯ নং ওর্য়াড মেম্বার আনোয়ারুল ইসলাম রতন,৭,৮,৯ নং ওর্য়াডে সংরক্ষিত মহিলা মেম্বার সূর্বন্না খাতুন। মেয়ে পক্ষের লোকজন সেখানে প্রতিশূতি দেয় তারা ১৮ বছরের আগে বিয়ে দেবে না।