3-2

বিডি নীয়ালা নিউজ(৭ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগনজ প্রতিনিধি):   সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার গভীর রাতে শ্রীকোলা বাসষ্ট্যান্ড এলাকায় রাজ্জাক মার্কেটে ১০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লাখ টাকা বলে জানা গেছে। উল্লাপাড়া পৌর এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে পশ্চিম প্রান্তে রাজ্জাক মার্কেটে রাত দুইটার দিকে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসাকিট থেকে এ আগুন লেগেছে। যা মুহূর্তেই দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। এ আগুনে মনোহরী, সেলুন, ওষুধের দোকান, তেলের দোকানসহ অন্যান্য পণ্যের মোট ১০টি দোকান ঘর ও মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসব দোকান মালিকরা হলেন, আমজাদ হোসেন, মানিক মিয়া, মোনায়েম, ছাইদার রহমান, মামুন মিয়া, এরশাদ হোসেন, আলতাব প্রাং, ডাঃ বিপ্লব ও রাজ্জাক মাস্টার। স্থানীয় দমকল বাহিনী দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও ওই ১০টি দোকান ঘর ও মালামাল পুড়ে গেছে। উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম শনিবার বেলা ১২ টার দিকে ওই ক্ষতিগ্রস্ত মার্কেটে পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুল আলিম ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সুরাইয়া লাকী শিকদার উপস্থিত ছিলেন। পৌর মেয়র সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেন। এমন ক্ষতিতে তিনি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, এ ক্ষতি কাটিয়ে উঠতে দোকানীদের দীর্ঘ সময় লাগবে। আবার নতুন করে দোকান গড়ে তুলতে অনেকেরই পুঁজির প্রয়োজন পুঁজির প্রয়োজন রয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের উপর মহলের সাহায্য সহযোগিতা কামনা করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে