CNXEBSEUwAAB1Rp

বিডি নীয়ালা নিউজ(১৩জানুয়ারি১৬)-শাহাদ শরীফ,গাজীপুর প্রতিনিধি:

জাতির মেরুদন্ডে আঘাতটা সারা বাংলাদেশে বয়ে এনেছে বিপর্যয়।
শিক্ষার মান উন্নয়নের
প্রতিযোগিতা নয়,মেধা শুন্য
প্রতিযোগিতায়
লড়ছে গোটা বাংলাদেশ।সমগ্র
শিক্ষা ব্যবস্থা টার্গেট
নিয়েছে এগিয়ে যাবার, পরিশ্রম
করে মেধাকে শানিত করার স্পৃহা।
স্যার জাফর ইকবাল তার একটি লেখায়
প্রশ্ন ফাসেঁর বিষয়ে এক
শিরোনামে লিখে দিয়েছেন,”দোহাই
, আমাদের শিশুদের ক্রিমিনাল
বানাবেন না”
স্যারদের মত দু’একজন
আকুতি জানিয়ে যাবে।তবে একসময়
স্যারদের এই
আবেগী আকুতি সয়ে যাবে।
ভুলে যাবে শিরোনামের লাইন।
শিক্ষক/ মা-বাবারাই জোগাড়
করে দিচ্ছে ছেলে মেয়েদের এসব
প্রশ্ন! উত্তরপত্র বিলি হয়েছে-
সম্মিলিত ভাবে বাচ্চারা গোল বৈঠক
করে উত্তর দিচ্ছে- আহ, স্বাধীন
বাংলাদেশ! গোটা এক জেনেরেশন
মেধাশূন্য হয়ে যাচ্ছে বাবা-মা,
শিক্ষক আর প্রশাসনের নিজেদের “মুখ”

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে