বিডি নীয়ালা নিউজ(৪জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদন: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম বলেছেন, ইন্টারনেট সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যান্ডউইথের মূল্য সহজলভ্য করাসহ এ বছরেই ফোর জি চালু করা হবে।
তিনি বলেন, সরকার রাষ্ট্রের নিরাপত্তার জন্য যে কোনো সময় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে। নিরাপত্তার স্বার্থেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হয়েছিল এবং জনগণ তা মেনে নিয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশ নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সময় তাদের দেশের পুরো ইন্টারনেট ব্যবস্থাই বন্ধ করে দিয়েছিল দীর্ঘ সময়ের জন্য।
সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচন সম্পর্কে তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে রায় দিয়েছে।