শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি: পাইকগাছা উপজেলার কপিলমুনিতে খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার যৌথ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমানের নেতৃত্বে কপিলমুনি বাজারের অভিযানকালে এ জরিমানা আদায় করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন,কুশিয়ারা চা নকল পেকেটে বাজারজাত,ইন্ডিয়ান মোড়কে দেশীয় খাদ্যপণ্য প্যাকিং করে বাজারজাত করায় কমলা ষ্টোর এর স্বাত্তাধীকারী রামপ্রসাদ দত্ত ও তাপস চন্দ্র সেন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪/৪৫ ধারায় ৬০ হাজার টাকা ও মদন মোহন চানাচুর ফ্যাক্টরীর মালিক গোপাল দত্ত কে একই আইনের ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও সেফ ফুড ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল বলেন, মাঠ পর্যায়ে খাদ্যের গুণগত মান যাচাই বাছাই এর অংশ অনুযায়ী খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার যৌথ অভিযান কপিলমুনি বাজারে পরিচালিত হয়েছে। এসময় কমলা ষ্টোর ও মদন মোহন চানাচুর এই দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত প্যাকেটসমূহ কপোতাক্ষ নদের তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ও জনস্বাস্থ্যে কথা বিবেচনা করে এ অভিযান অব্যাহত থাকবে।এসময় আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।