বিরহ

…………….আব্দুল লতিফ প্রামানিক

কার বিরহে যেন এমন কাঁদে
নিরবে নিভৃতে জ্যোসনা স্নাত রাতে
অবনীর সকল নিস্তব্দতা এসে
কুর্নিশ করে প্রভাতে!

আকাশে লক্ষ তারার বিকি কিনি
জোনাকিরা হেসে খেলে চলে
ঝিঝি পোকাদের মিছিল থেমে গেছে
আমার নিরবতা বলে।

চারদিকে নিঝুম নিস্তব্দতায়
অমোঘ মায়ামী মেঘ মালা
ছুটে চলে অজানা অচেনার দেশে
তাহাকে খুঁজবে বলে।

সেও তো চলে যাবে ফিরবেনা
আমাকে একা ফেলে!
অসীমের কোন এক নিভৃত কাননে
থাকবে শুধু স্মৃতি স্তম্ভ হয়ে।

তবে কি জীবনটাই আমার ভুল
এই মায়াবী ধরাধামে!
কার জন্য এত অপেক্ষা
কেনোইবা এত প্রতিক্ষা!

কেনো এমন কাঁদে,কার বিরহে কাঁদে
কোন সত্তার সত্বাধিকারী সে ?
ভাবুক এ হৃদয়কে চুরমার করে
চলে যায় বিন্দা চলে।

সকল বাঁধা উপেক্ষা করেও
পারিনা নিরবতা কাটাতে
হৃদয়-মনে চলে তুমুল যুদ্ধ
হায় মা বসুন্ধরা তুমিও স্তব্দ!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে