ইন্দ্রজাল
……………রোজী খান
দূরেই চলে গেলে তাই না ?
তবুও মনে হয় না দুরে ,
হৃদয়ের চোখ দিয়ে তোমাকে দেখি-
তোমার দুষ্টুমি ভরা চোখে মুখে হাসি,
তোমার পথচলা, তোমার কর্মব্যস্ততা,
একাকীত্বতা সব কিছু –
ভাবছো তা কি করে হয় ?
তুমিও মন প্রাণ দিয়ে
ভালোবেসে দেখো তোমার
হৃদয়ের আঙ্গিনায় দেখতে
পাবে শুধু আমারই বিচরণ ,
ভালোবাসা এমনই এক
ইন্দ্রজাল যা থেকে যায়
আজীবন রূপান্তরিত হয়ে।
হৃদয়ের রাজ্যে আমাকে
রানি সাজিয়ে দেখো তুমিও
আমার সুখে সুখী এবং
আমার ব্যথায় ব্যথিত হবে,
মনে হবে দুজনেরই একই
অস্তিত্ব একই অনুভূতি ,
ভালোবাসা কখনো দূরত্ব
বুঝেনা -মায়ার বাঁধনে
জড়িয়ে থাকে আষ্টেপৃষ্ঠে ,
তুমিও মন প্রাণ দিয়ে
ভালোবেসে দেখো
যত্ন করতে না পারলেও
অবহেলা করতে পারবেনা,
পাশে না থেকেও মনোগত ভাবে
সব সময় পাশে থাকবে
আমার সহযাত্রী হয়ে,
শুভাকাঙ্ক্ষী হয়ে ভুল
গুলো শুধরে দেবে
আগলে রাখবে পরম মমতায় ,
শুধু একবার মন -প্রাণ দিয়ে
আমায় হৃদয় পিঞ্জরে রাখো ,
দেখবে নিজের বলে কিছুই থাকবে না,
দুটি দেহ দুটি প্রাণ একই সত্তায়
মিশে যাবে শুধুই অনুরাগে…।