উত্তাল সমুদ্র
………….রোজী খান
খুব বেশি কী চেয়েছিলাম !
খুব বেশি কী আধিক্য ছিল আমার মাঝে
বিবস্ত্র স্বপ্ন বুননে,
তাহলে কেন বলোনি আমায়।
তোমার ছিল বিশাল আকাশে একচ্ছত্র আধিপত্য।
ভীষণ কিপটে তুমি,
আমাকে দেখালে মহাশূন্যের ভয়।
না চাইতেই দিলে আমায় বিশাল এক সমুদ্র,
যার গভীরে হারিয়েছি আমি নির্বোধের মতো-
কাউকে সে কথা জানতেই দেইনি।
বিবর্ণ ইতিবৃত্ত ভুলতে সমুদ্রকে
নিয়েছিলাম মোহাবিষ্ট আলিঙ্গণে,
তুমি দিয়েছো বলে।
কেন বুঝতে পারিনি, সমুদ্র যা দেয়
কেড়ে নেয় তার চেয়েও বেশি।
তুমি শুধু শুধু ভালবাসি বলেছিলে,
হয়তো বলোনি হৃদয়ের গহীন থেকে।
তুমি ভুলে গেছো সহস্র রাতের
আধো-আধো গল্পগুলো,
ভুলে গেছো প্রিয় কিছু রূপান্তরিত অনুভব।
এই সুখ সুখ অনুভব,
এই রোমাঞ্চ ছুঁয়ে যাওয়া সময়,
তোমাকে নিজের করে ভাবা,
এমন দুঃসাহস কোন কালেই ছিল না আমার।
কিন্তু এমন তো হল!
এর দায় কি শুধুই আমার!
তোমার পৃথিবী থেকে সরে যেতে
বললেই কি সরে যাওয়া যায় ?
তুমি দেখনি আমায় গহীন থেকে,
দেখনি আমার বুকের গভীরে বয়ে
বেড়ানো এক উত্তাল সমুদ্রকে।
আজ তুমি চেয়ে দেখো আমি কাঁদছি না,
চোখের নোনাজল সমুদ্রে ফেলছি না।
তবুও জলোচ্ছ্বাস হবে,
আমাকে ভাসিয়ে নিয়ে যাবে-
আমিতো ভাসতেই চেয়েছিলাম,
এবার না হয় তোমার জন্যই ভেসে যাব
অনুপম আনন্দ নিয়ে….