ছায়া ও মায়া
…………………রোজী খান
এক আকাশ অভিমানের মেঘ জমেছে কালো কাজলে
জমেছে ডার্ক সার্কেল ঘোর অমানিশার মত নয়নে কেন এত বিষাদ ?
চপলা হরিণীর মতো কোথায় হারালো সেই চঞ্চল চোখ ,
রঙিন ঠোঁটে নেই হাসির ফোয়ারা গোধূলির রঙে রাঙিয়ে দেওয়া সেই হাসি আজ কোথায় হারালো,
খোলা চুল উড়ছে অনুযোগ ,
ঝড়ে কতদিন হয় না করা খোপা দেওয়া হয় না শিউলি ফুলের মালা দখিনা হাওয়ায় ওড়ে নীলাম্বরী শাড়ির আঁচল,
বহুদিন হয়না পরা কৃষ্ণচূড়ার রঙে রঙিন শাড়ি ,
জীবন যেন আজ সময়ের ফ্রেমে বন্দি,
হৃদয় থেকে মুছে গেছে কত না বলা গল্প কত কোমল শব্দ সুবাস ছড়িয়ে ঝরে গেছে মৃত শিউলির মত ,
একাকী রাজপথে নিঃসঙ্গ পথচলা ,
পথের অন্তরালেও তুমি আর তোমার ছায়া ,
মিছে ছায়া -মিছে মায়া মিছে প্রেম-প্রণয় ,
ছায়া হয়ে পাশে থাকে মায়া বাড়ায় সবই যে অভিনয় আপনের মত মনে হলেও কেউ আপন নয়।