দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৩৪তম দিনে ২৪ ঘন্টায় সংক্রমণ ও মৃত্যুর হার কমেছে, বেড়েছে সুস্থতার সংখ্যা।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৬ জন কম মৃত্যুবরণ করেছে। গতকাল ১৩ জন মৃত্যুবরণ করেছিল। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছে ৮ হাজার ১৮২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। গত ৩০ জানুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৫৬৬ জনের নমুনা পরীক্ষায় ৪৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৫০ জন কম আক্রান্ত হয়েছে। গতকাল ১৫ হাজার ২৭৩ জনের নমুুনা পরীক্ষায় ৪৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৭৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ১৮ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৩৯ শতাংশ কম।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৭ লাখ ২৪ হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ২৯ লাখ ১ হাজার ৭০৫টি হয়েছে সরকারি এবং ৮ লাখ ২২ হাজার ৭৬৮টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৪ দশমিক ৪৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫০৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯ দশমিক ৭৪ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০২ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮১১ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ৩৭২ জনের। গতকালের চেয়ে আজ ৪৩৯টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৩৯টি ও বেসরকারি ৬৭টিসহ ২০৬টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৬৬ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৫ হাজার ২৭৩ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২৯৩টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

BSSN

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে