picture-1

বিডি নীয়ালা নিউজ(২৬ই মার্চ১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে।

শনিবার সকালে মিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন ডেপুটি হাইকমিশনার জকি আহাদ।

পতাকা উত্তোলনের সময় বাজানো হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। পতাকা উত্তোলন শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ও তাদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন হেড অব চ্যান্সেরি মিঞা মোহাম্মদ মইনুল কবীর, ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মোফাকখারুল ইকবালসহ মিশনের অন্যান্য কর্মকর্তারা।

একইভাবে নয়াদিল্লিতে  বাংলাদেশ দূতাবাস ও আগরতলায় বাংলাদেশ মিশনেও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা বিদস পালন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে