বিডি নীয়ালা নিউজ(১ই মে১৬)-অনলাইন প্রতিবেদনঃ রাজধানীর কাওরান বাজারের জনতা টাওয়ারের পেছনে হাসিনা মার্কেটে আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। আগুন পাশ্ববর্তী দোকানগুলোতেও ছড়িয়ে পড়ছে।
রোববার (১ মে) সন্ধ্যায় ঝড়ের ঠিক পরেই সোয়া ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত উল্লাহ। এই আগুন জনতা টাওয়ারেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই।
ব্যবসায়ীদের কয়েকজন জানিয়েছেন, এখানে সর্বমোট ৩৯৬টি দোকান রয়েছে। আগুনে ব্যবসায়ীদের নানারকম মালামালের ব্যপক ক্ষয়ক্ষতি হচ্ছে। দোকানগুলো মূলত কাঁচামালের।
নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, ‘চোখের সামনেই আগুন লাগছে। আমরা জীবনডা লইয়া কোনো রকম বাইর হইছি। কিছুই করতে পারলাম না। একেবারে পথে বইসা গেলাম।’ এসময় আসেপাশে অনেক ব্যবসায়ীকে কান্নাকাটি ও বিলাপ করতে দেখা গেছে।
হোটেলে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের লাইন থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভেতরের দিকে সবগুলো দোকানই পুড়ে গেছে। এখনো আগুনের তীব্রতা রয়েছে। ক্ষতির পরিমাণ ২০ কোটি ছাড়াবে বলে অনুমান করা হচ্ছে।
#বাংলামেইল