বিডি নীয়ালা নিউজ(১৩জানুয়ারি১৬)-গাজীপুর বার্তা : কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা কারখানার নিরাপত্তাকর্মীদের মারধোর করে মেশিন ও তৈরি পোশাকসহ কমপক্ষে দুই কোটি টাকার মালামাল লুট করেছে।
কারখানা কর্তৃপক্ষের অভিযোগে , কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশের হার্ডি এসোসিয়েট লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানায় মঙ্গলবার রাত দেড়টার দিকে ১০-১৫ জনের একটি ডাকাত দল হানা দেয়। কারখানায় ঢুকে ডাকাতদল নিরাপত্তাকর্মীদের মারধর করে বেধে ফেলে। পরে কারখানা থেকে কাটিং ও সেলাই মেশিন, ১০-১২ টন পরিমাণের তৈরি কাপড়সহ মূল্যবান মালামাল লুট করে কাভার্ডভ্যানে নিয়ে যায়।
ঘটনার খবর পয়ে পুলিশ কারখানার অপর ৪ নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এ ঘটনায় কারখানার পরিচালক মইন উদ্দিন আহমেদ জানান, ডাকাতরা কারখানার কমপক্ষে দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।