কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে,আ,ফ,ম মহিউদ্দিন শেখ :নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে অখন্ড রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন পুনঃবিন্যাস করে নিজস্ব আসনের দাবীতে শনিবার সকাল ১১টার সময় কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের শ্যালশ্যালির বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাহাগিলি ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ হাতে হাত এবং কাঁধে কাঁধ রেখে এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান দুলু শাহ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা অখন্ড সংসদীয় আসন দাবী কমিটির সমন্বয়ক রুহুল আমিন, কিশোরীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ প্রমুখ । এ সময় বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান দুলু শাহ তার বক্ত্যবে বলেন, আমরা দুইটি সংসদীয় আসনের কাছে পরাজিত। আমাদের নিজস্ব কোন আসন না থাকায় আমরা বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি।
আমাদের উপজেলার কিশোরগঞ্জ-নীলফামারী সড়কটি প্রায় গতএকযুগ থেকে বেহাল অবস্থায় পরে আছে। দু’দিকে দুটি আসন হওয়ায় আমাদের উপজেলার উন্নয়ন হচ্ছে না। আমরা অবিলম্বে কিশোরগঞ্জ উপজেলাকে অখন্ড রেখে সংসদীয় আসন ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানাচ্ছি। আমাদের উপজেলাকে অখন্ড রেখে সংসদীয় আসন বিন্যাসের দাবী জানাচ্ছি।