কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকান্ডে ৫টি গরু ও ৩টি ছাগল আগুনে পুড়ে ভস্মিভুত হয়েছে।
অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক সাড়ে এগারোটায় উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে। বাড়ির মালিক নুরবক্ত ওরফে (লাল মিয়া)জানান রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পরি রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে বিকট শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়। ঘর থেকে বের হয়ে দেখি গোয়াল ঘরে দাউদাউ করে আগুন। অনেক চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসার আগে সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকান্ডে কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুনের ধরার সূত্রপাতও জানা যায়নি।
এতে ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন অগ্নিকান্ডের বিষয়টি খবর পেয়েছি এবং বিষয়টি উপজেলা চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি আপাতত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান জোনাব আলী বলেন অগ্নিকান্ডের ঘটনাটি আমার ইউনিয়নে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম পরিষদের পক্ষ থেকে নগদ আড়াই হাজার টাকা প্রদান করছি।