কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ মানুষ মানুষের চাই শুধু একটু সহানুভুতি প্রতিপাদ্যকে সামনে রেখে অসহায় হত-দরিদ্র, প্রতিবন্ধী সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আসছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের একটি সামাজিক সংগঠন “পাঁচ টাকার আহার” এটি একটি মানব কল্যান স্বেচ্ছাসেবী সংগঠন।

নামের সাথে তাল মিলিয়ে অসহায় ছিন্নমুল মানুষের দ্বারে-দ্বারে গিয়ে চিকিৎসা সেবা,রক্তদান থেকে শুরু করে খাদ্য সমগ্রী, পৌছে দিয়ে আসছে। এছাড়াও অসুস্থ, প্রতিবন্ধী মানুষের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা। রংপুর গংগাচড়া, সদর উপজেলা ও নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন করোনা কালিন সময় প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন এবং খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।

বিগত পবিত্র মাহে রমজানে বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা এবং অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী, শীতকালে শীতার্ত মানুষের পাশে দাড়িয়ে শীতবস্ত্র বিতরন সহ নানা সমাজিক কাজ করে যাওয়ার ফলে “পাঁচ টাকার আহার” এখন একটি পরিচিত নাম হয়ে দাড়িছে সমাজের অবহেলিত জনগোষ্টির কাছে। “পাঁচ টাকার আহারের স্বেচ্ছাসেবক তানবির ইসলাম তন্ময় জানান আমরা বছরে দুই ঈদে অসহায় হত-দরিদ্র মানষের পাশে দাড়াই শীতবস্ত্র সহ খাদ্য সমগ্রী নিয়ে। এছাড়া অসহায় মানুষের পাশে পাঁচ টাকার আহার সব সময় আছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে