কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দলিল লেখক সমিতির সহঃসাধারণ সম্পাদক আবু তালেব সরকার আর নেই। তিনি গত রবিবার (৫ফেব্রæয়ারী) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর, তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, ভাইবোন,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহপার্টিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। রবিবার বাদ যোহর মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি মাগুড়া সবুজ পাড়া গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এ্যাজমা ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান মিঠু, মাগুড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব মিঞা,কিশোরগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সাবুল হোসেন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ:সভাপতি কাওছার হামিদ,দলিল লেখক ও সহকর্মি আমির আলী, মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক আয়নাল হক, ইউপি সদস্য ইব্রাহীম খলিল, আহাদ আলী, সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী,যুগের আলো পত্র লেখক পরিষদের সাবেক ক্রীড়া সম্পাদক এম.এ হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন এবং শোক সন্তাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। কিশোরগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতি‘র নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ যোগ্য সহকর্মিকে হারালাম যা কোনদিন পুরণ হবার নয়।