মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা, আইন শৃংখলা নিশ্চিতকরণে সভা করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মুনতাসির। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মায়া বেগম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু পতিরাম চন্দ্র, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ (হাসান তনা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিএনপির কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব মিথুন কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রকৌশলী বাবু প্রতাপ চন্দ্র রায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল মামুন রিফাত প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, নিতাই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু, মাগুরা ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল পূজা মন্ডব কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, রাজনৈতিক, সামাজিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মুনতাসির জানান- শারদীয় দূগার্পূজা উৎসবে সেনাবাহিনীর টহল টিম সার্বক্ষনিক মাঠে টহলসহ র‍্যাব-বিজিবি-পুলিশের স্ট্রাইকিং ও মোবাইল টিম থাকবে। প্রতিটি ইউনিয়নে পুলিশের মোবাইল টিম কাজ করবে। আরও থাকবে আনসার ভিডিপি’র সদস্য ও স্বেচ্ছাসেবক দল।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন- শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপূজা উৎসবে নিরাপত্তা নিশ্চিতে সকল ধরণের প্রস্তুতি প্রশাসনের আছে। উপজেলা প্রশাসনের তরফ হতে কন্ট্রোল রুম চালু, প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ ও মনিটরিং টিম গঠন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে