কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: কবিতা দিবসে কবিতা পাঠের মধ্য দিয়ে পালিত হলো কিশোরগঞ্জে সাহিত্য শিখা পরিষদের ৬ষ্ট তম প্রতিষ্ঠা বার্ষিকী।
শুক্রবার সন্ধায় সাহিত্য শিখা পরিষদের আয়োজনে অস্থায়ী কার্যালয় নজরুল পরিষদে নীলফামারী জেলার কবি কথা সাহিত্যিক নাট্যকার ও ঔপন্যাসিক আজহারুল ইসলাম আল আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট আব্দুল মান্নান, অনষ্ঠানটি সঞ্চালনায় করেন বাবু প্রকাশ চন্দ্র রায়, সম্পাদক সাহিত্য শিখা পরিষদ, কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়।
কল কবির কন্ঠে বেজেছিল শুভ প্রতিষ্ঠা বার্ষিকী সাহিত্য শিখা পরিষদ।” শুরু হয় কবিতা পাঠের আসর কবি আব্দুল আলিম বাঙ্গালী, কবি দীলিপ কুমার রায়, কবি আইয়ুব আলী, কবি প্রিতি প্রভা রায়, কবি প্রকাশ চন্দ্র রায়,কবি সহিদার রহমান, কবি আব্দুল মান্নান কবি দীনেশ চন্দ্র রায়, আজহারুল ইসলাম আল আজাদ সকলেই স্ব রচিত কবিতা পাঠ করেন।
উত্তরীয় প্রদান- সভাপতি সাহেব সকল কবিকে উত্তরীয় পরিয়ে দেন। আলোচনা- সাহিত্য শিখার কবিবৃন্দ তাদের নিজ নিজ মত প্রকাশ করে তা আলোচনায় পরিনত হয়। সমাপনী বক্তব্য সভাপতি আজহারুল ইসলাম আল আজাদ আগামী ঈদ সংখ্যায় লেখা দেয়ার আহব্বান করেন এবং অনলাইনে সাহিত্য শিখা পরিষদের কবিদের লেখায় নিয়মিত লাইক কমেন্ট করার জন্য অনুরোধ রেখে সমাপ্তি ঘোষনা করেন।