মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ স্লোগানে শুরু হচ্ছে জরায়ুমুখ রোধে টিকা প্রদান ক্যাম্পেইন। বৃহস্পতিবার থেকে এ ক্যাম্পেন শুরু হচ্ছে। এতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহিভর্ূত ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েরা এ টিকা পাবে। ফলে উপজেলায় ১২ হাজার মেয়েকে এ টিকা বিনামূল্যে প্রদান করা হবে বলে আজ বুধবার (২৩ অক্টোবর) হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান বিষয়ে উপজেলা সমন্বয় সভায় জানানো হয়।
আজ বুধবার (২৩ অক্টোবর) কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। উপস্থিত ছিলেন ডাঃ বি. এম. তানজিমুল হক, ডাঃ মহিমা রঞ্জন রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহাতাবুর রহমান বুলেট প্রমুখ। এছাড়া সমন্বয় সভায় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।