ডেস্ক রিপোর্টঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শুরু হয়েছে দুইদিন ব্যাপী ৪র্থ আন্তর্জাতিক পানি সম্মেলন। “নদীঃ একটি জিবন্তসত্ত্বা” শ্লোগান নিয়ে বেসরকারীসংস্থা এ্যাকশন এইডের আয়োজনে মঙ্গলবার (২৯ জানুয়ারি) কুয়াকাটার গ্রেভার ইন হোটেলের হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান ড.মুজিবুর রহমান হাওলাদার, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য মো. আলাউদ্দিন, পটুয়াখালীর জেলা প্রশাসক মো.মতিউলইসলাম চৌধুরী, ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টও ফারাহ কবির। পানিকে ভালবাসতে হবে, পানির যত্ন নিতে হবে তবেই পানি থেকে আমরা উপকৃত হতে পারব। উন্নয়নের নামে নদী ও খালে অপরিকল্পিত বাঁধ এবং স্থাপনা নির্মান বন্ধ কওে নদীকে বাঁচানোর আহবান জানান বক্তারা।
এছাড়াও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান, কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা, কলাপাড়া পাউবো নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজসহ শিক্ষাবিদ,নদী কর্মী,উন্নয়ন অংশীদার এবং গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামীকাল বুধবার সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন কলাপাড়া উপজেলার পাখিমারা বাজারে পানি জাদুঘরে অনুষ্ঠিত হবে।
P/B/A/N.