khaleda-zia8888_39673-300x169

বিডি নীয়ালা নিউজ(২৫জানুয়ারি১৬)-ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে বিএনপির প্রধান খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।

আজ সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

খালেদা জিয়ার একজন আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশের অন্যতম বড় বিরোধী দল বিএনপির প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ২১শে ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন।

ভাষণের একটা বড় অংশ জুড়েই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নানা কথাবার্তা।

এরই এক পর্যায়ে তিনি উল্লেখ করেন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে নিহত মানুষদের আনুষ্ঠানিক যে সংখ্যা সেটি নিয়ে বিতর্কের কথা।

তিনি বলেন, ”আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।”

এরপর খালেদা জিয়ার বিরুদ্ধে একজন আইনজীবী রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করলে গত ২১শে জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলা করার অনুমতি দেয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে