কাওছার হামিদ, কিশোরগঞ্জ(নীলফামারী): রাজধানী টিভির স্টাফ রফিকুল ইসলাম ও ক্যামেরাম্যান জিয়ারুল ইসলাম জিয়ামকে গংগাচড়া থানার এসআই জনক চা খাওয়ার জন্য থানার পাশের একটি দোকানে নিয়ে যায়। সেখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা মহুবার রহমান কোন কারন ছাড়া তাদের দুজনের উপর চড়াও হয় এবং অকট্ট ভাষায় গালিগালাজ করে।
পরে বিষয়টি স্থানীয় লোকজন এসে পরিস্থিতি শান্ত করান। রাজধানী টেলিভিশনের স্টাফরিপোর্টার ও ক্যামেরাম্যান জিয়ারুল ইসলাম জিয়ামকে লাঞ্চিত করার ঘটনায় কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। যারা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি কবি লেখক সাংবাদিক আব্দুল মান্নান, সহসভাপতি কাওছার হামিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক ইবনে সাঈদ অঙ্কুর,সদস্য নাজিম উদ্দিন মাস্টার, রাজধানী টিভির কিশোরগঞ্জ,নীলফামারী প্রতিনিধি আজাদ হোসেন আওলাদ মিয়া প্রমুখ। তারা এক বিবৃতিতে বলেন একজন রাজনৈতিক ব্যক্তিক্ব হয়ে গণমাধ্যম কর্মীর উপর এ ধরনের আচরণ করা অশুভনীয় এতে দলের ভাবমুর্তি খুন্ন হয়। সাংবাদিকরা সমাজের দর্পন ও জাতির বিবেক তারা দেশ ও জনগণের পক্ষে কথা বলে। সেই সাথে আগামী দিনে কোন গণমাধ্যম কর্মীর উপর এ ধরনের আচরণ করলে ছার দেয়া হবে কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নিতে বাধ্য হবে সাংবাদিকরা বলে হুশিয়ারী দেন।