মারুফ সরকার, বিনোদন ডেস্কঃ আপনাদের কাছে তুলে ধরবো সঙ্গীতশিল্পী সানজিদা রাইসার কথা। কথা হয় এই সঙ্গীতশিল্পীর সাথে তার বর্তমান অবস্থান নিয়ে । কেমন যাচ্ছে তার বর্তমান সময় শুনুন আপনারা তার নিজ মুখে।। বিস্তারিত শুনুন নিজের মুখে।
গানের শুরুটা কবে থেকে এবং কিভাবে?
ছোট বেলা থেকে স্কুল কলেজে গান গাইতাম। ২০১৮ সালের মাঝের দিকে শামস শামীমের মাধ্যমে গানের জীবন শুরু।
সংগীতের হাতে খড়ি কোন গানের মাধ্যমে ?
ছোটবেলায় নজরুল গীতির মাধ্যমে সংগীতে হাতে খড়ি হয়।
এখন কি নিয়ে ব্যস্ত?
সম্পতিক আমার নিজের লেখা ও সুর করা গান দিশেহারা মন এর অডিও রেকডিং শেষ হলো। ভিডিওটা পরিকল্পনা নিয়ে ব্যাস্ত সময় পার করছি।
গান নিয়ে আপনার চুড়ান্ত ভাবনা কি?
গান নিয়ে অনেক দূর যাওয়ার পরিকল্পনা। ছোটবেলা স্বপ্ন ছিল অনেক বড় গায়িকা হওয়ার।
প্রিয় অভিনয় শিল্পী কে আপনার?
প্রিয় গায়িকা ন্যান্সি
জীবনে কোন কষ্ট আছে কি?
জীবনে গান নিয়ে অনেক বড় কষ্ট, চ্যালেঞ্জ আর জিদ আছে। যদিও ব্যাক্তিগত মাদ্ধম তবুও অনেক বড় আঘাত পেয়েই আমি সিদ্দান্ত নিয়েছি আমি বড় গায়িকা হবো।
কোন ধরনে গান করতে বেশি ভালো লাগে?
আধুনিক গান।
আপনার নিজ জেলা কোনটা?
খুলনাতে কিন্তু বড় হয়েছি বরিশালে নানার বাড়ি।
প্রিয় রং? প্রিয় খাবার কি ?
প্রিয় খাবার আইসক্রিম, প্রিয় রং আকাশি।
কি করতে বেশি ভালো লাগে?
অবসরে ছবি আকঁতে ভালো লাগে।
সর্বশেষ দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতে?
অবশ্যই,
গান নিয়ে আমার অনেক স্বপ্ন। সবার দোয়া ও ভালোবাসা চাই যাতে আমি একদিন অনেক বড় গায়িকা হতে পারি।