বিডি নীয়ালা নিউজ(২৩ই ফেব্রুয়ারী১৬)-বিশেষ প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে মামুন (২৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
এ ঘটনায় গুলিবিদ্ধ একজন বিএসএফ সদস্যদের হেফাজতে চিকিৎসাধিন রয়েছেন। এতে আরো একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি স্থানীয়দের।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার ডাঙ্গেরপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতের লাশ ভারতীয় ভূখণ্ডে পড়ে আছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
নিহত মামুন ডাঙ্গের পাড়া গ্রামের মোহ আলীর ছেলে। গুলিবিদ্ধ আলিম একই গ্রামের কায়মদ্দিনের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক কর্মকর্তা জানান, বিএসএফ সদস্যদের গুলিতে মামুন নামে একজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহম্মদপুর ডাঙ্গেরপাড়া গ্রামের ৪-৫ জন যুবক সীমান্ত পাড়ি দিয়ে ভারতীয় সীমানায় প্রবেশ করে। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য তাদের লক্ষ্য ৪-৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে মামুন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। মামুনের লাশ তার সহযোগীরা বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা পুনরায় গুলি চালালে আলিম (২৭) নামে আরেক বাংলাদেশী যুবক আহত হয়।
আহত আলিমকে ভারতের স্থানীয় লোকজন ধরে নিয়ে বিএসএফের নিকট সোপর্দ করে। এ ঘটনায় আরো এক বাংলাদেশী নিখোঁজ রয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়াশ যায়নি।