বিডি নীয়ালা নিউজ(১৭ ই জুলাই ২০১৬ইং) গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি আজিজ খানঃ সিলেটের গোলাপগঞ্জে “জঙ্গিবাদ,সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শত্র“ এদের মূলোৎপাটন করবোই” এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার দুপুর ১২ টায় গোলাপগঞ্জের প্রাণকেন্দ্র চৌমুহনীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্টিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে পথসভায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও কাউন্সিলার রুহিন আহমদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেনের উপ¯’াপনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এম,পি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহি সদস্য জামিল আহমদ, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েছ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি শহির উদ্দীন শরিফ, আবুল কালাম, ফয়ছল আহমদ জীবন, জাহেদ আহমদ, গোলাপগঞ্জ আওয়ামী প্রজন্মলীগের সভাপতি চয়ন চন্দ্র চয়ন, উপজেলা যুবলীগ নেতা রুবেল আহমদ, মিজান খান। এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক ও ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্র সংসদের এজিএস মনসুর আহমদ, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনা মিয়া, সাধারণ সম্পাদক মারুফ হক, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, হোসেন আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, মঞ্জুর খান, ছাত্রলীগ নেতা জালাল আহমদ, রুমেল আহমদ, ছানি আহমদ, তারেক আহমদ, জাকির হোসেন, জাকারিয়া আহমদ শাহনাজ, নাজিম উদ্দিন, সুমন আহমদ, আফজল আহমদ, আব্দুল্লাহ মিয়া, জয়নাল আহমদ, দুলাল আহমদ, অপু খান প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে। তাদেরকে সাথে নিয়ে বিএনপি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্বে অবস্থান, তা একান্ত হাস্যকর। তাদের আশ্রয়-প্রশ্রয়ে জঙ্গিরা ঈদগাহের মুসল্লি, মন্দিরের পুরোহিত, চার্চের যাজক, প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী, ব্লগার এবং বিদেশীদের হত্যা করে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। জঙ্গিবাদী গোষ্ঠী এবং তাদের মদদদাতাদের বিরুদ্ধে পাড়ায় ও মহল্লায় সাধারণ জনতাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধের জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আহ্বান জানান । বক্তারা জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীদের জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ও সচেতন থাকার আহ্বান জানান।