গোলাপগঞ্জ (সিলেট) থেকে, আজিজ খানঃ গোলাপগঞ্জে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) উদ্যোগে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প আয়োজিত দিনব্যাপী কর্শশালায় উপজেলার ৫৪টি সেকায়েপভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও একজন সংগঠককে নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বার্ষিক কর্মসূচি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাউশি (এমইডাব্লিউ)’র পরিচালক প্রফেসর ড. মো. সেলিম মিয়া বলেন, বই মানুষের মনকে দীপান্বিত করে। ইন্টানেটের যুগেও বইয়ের গুরুত্ব কমেনি। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে, সেকায়েপের এই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা। তিনি আরও বলেন, আমাদের দেশে পরিমানগত শিক্ষা অনেক বেড়েছে, এখন সময় এসেছে গুণগত শিক্ষা বৃদ্ধির জন্য আন্তরিক হয়ে কাজ করা। কর্মশালায় বিশেষ অতিথি বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা উপদেষ্টা কমিটির সদস্য-সচিব অভিজিৎ কুমার পাল, উপজেলা একাডেমীক সুপারভাইজার রীমা দাস, সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নাজমুল ইসলাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নূরে আলম সিদ্দিকী। সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনূর রহমান ছাত্র-ছাত্রীরা নিয়মিত বই পড়ছে কিনা তার খোঁজ-খবর আমাদের নিতে হবে। প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য শিক্ষক যেন বই পড়ার জন্য ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন এজন্য সবার প্রতি আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে