গোলাপগঞ্জ (সিলেট) থেকে,আজিজ খান : গোলাপগঞ্জ-বিয়ানীবাজার হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন হয়েছে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ সম্পাদক এডভোকেট মাওলানা রশীদ আহমদের পৃষ্টপোষকতায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার অনুর্ধ-২০ হুফ্ফাজদের নিয়ে ১৭ পর্বের এ প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৭০ জন প্রতিযোগি। প্রতিযোগিতার ফাইনালে প্রথমস্থান অধিকার করেছে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের প্রতিযোগি ও সিলেট ফরিদাবাদ মাদরাসার ছাত্র হাফিজ মফিজুল ইসলাম শাফি।
গত শুক্রবার বিকেল ৩টায় গোলাপগঞ্জের হাজীপুর লামাপাড়াস্থ বায়তুল মাহমুদে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার মহাপরিচালক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি শায়খ জিয়া উদ্দিন বলেছেন রামাদ্বান হচ্ছে ক্বোরআন নাজিলের মাস। এ মাসে ক্বোরআনকে যারা বেশি মহব্বত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামীনও মহব্বত করবেন।
এডভোকেট মাওলানা রশীদ আহমদের উদ্যোগে হুফ্ফাজদের মাঝে যে প্রতিযোগিতা হচ্ছে তা অবশ্যই প্রশংসনীয়। আগামীতেও এ প্রতিযোগিতা চালু রাখার জন্য তিনি আহবান জানান।এডভোকেট মাওলানা রশীদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সুনামগঞ্জ থেকে মোবাইল ফোনের মাধ্যমে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার আহবায়ক মুফতি ছাদিকুর রহমান আমিনী ও সদস্য সচিব ইমদাদুর রহমান স্বপনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশস্থ সৌদি দুতাবাস’র দ্বা’য়ী শায়খ ইসহাক আল মাদানী, জামেয়া মতিনিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুস সালাম বাগরখলী, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব, রামধা মাদরাসার মুহতামিম মাওলানা ইউসুফ খাদিমানী, ছিরামপুর মাদরাসার মুহতামিম মাওলানা বিলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন, সেক্রেটারী ও হেতিমগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুর রহমান সিরাজ, প্রবীণ শিক্ষক মাওলানা মকসুদুর রহমান, রামদা মাদরাসার শিক্ষক মাওলানা শুয়াইবুর রহমান, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল, সিলেট জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আছলাম রহমানী, উপজেলা জামায়াতের আমীর আব্দুস সালাম, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাস্টার নুরুল হক, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’র উপ-সম্পাদক মো. ফয়ছল আলম, গোলাপগঞ্জ পৌর কাউন্সিলর জামেল আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভার্থখলা মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিল, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম আজম শাইস্তা, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আতা, সেক্রেটারী নজরুল ইসলাম, আজির উদ্দিন, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, আজিজুর রহমান প্রমূখ। চুড়ান্ত পর্ব প্রতিযোগিতায় দুই উপজেলার ১০ জন প্রতিযোগি অংশ নেয়।