তৎকালীন সরকার ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ গুম করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন তখনকার বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৪ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় (ভার্চ্যুয়াল) এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, কত বড় নৃশংসতা এরা করতে পারে। শুধু হত্যার চেষ্টাই না, লাশ নিয়ে বা আহতদের বা লাশগুলো নিয়েও তাদের কর্মকাণ্ড জঘন্য কর্মকাণ্ড। মারা যাওয়ার পর অনেকের লাশ দিতে চায়নি। তাদের লাশ দেবে না তাদের স্বজনদের কাছে!

‘ঢাকা মেডিক্যালে আমাদের যারা সমর্থক, সারা রাত চেষ্টা করে একে একে লাশগুলো হস্তান্তর করে। এরা লাশ দিতে চায়নি, পারলে লাশ গুম করে ফেলতো। এই অবস্থা ছিল। ’

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘আজকের দিনে আইভী চাচির কথা সবচেয়ে বেশি মনে হচ্ছে। সব থেকে অবাক কাণ্ড, আপনারা হয়তো অনেকে জানেন না- তাকে যখন সিএমএইচে নিয়ে যাওয়া হয়, আমরা জানি না তিনি কোনো মুহূর্তে মৃত্যুবরণ করেছেন। ’

তিনি বলেন, ‘তার ছেলে-মেয়েরা তার কাছে ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে দেখতে যাবে বলে বিছানার কাছে থাকা ছেলে-মেয়েদের পাশে একটা কামরায় নিয়ে তালা মেরে রাখে, প্রায় তিন ঘণ্টা। ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন, তার বোন তানিয়া, ময়না ওদের সবাইকে এক রুমে রেখে তারপর খালেদা জিয়া যান আইভী রহমানকে দেখতে। খালেদা জিয়া যখন দেখে ফিরে আসে তারপরই তাকে মৃত ঘোষণা করা হয়। এটা অনেকে জানে না, তাই জানিয়ে রাখলাম। ‘

রাজধানীর শেরে-বাংলা নগরের পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ban/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে