মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ চায়ের সাথে চেতনানাশক দ্রব্য খিলিয়ে প্রায় দুই লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করেছে সংঘবদ্ধ একটি চক্র। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রধান বাজারে দিপিকা জুয়েলার্সে এ ঘটনাটি ঘটেছে।
সূত্র জানায়-বুধবার (২৪ এপ্রিল) সন্ধার পরে উপজেলার প্রধান বাজারের সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঝর্ণার মোড়ে অবস্থিত দিপিকা জুয়েলার্সে দু’জন ব্যক্তি স্বর্ণালংকার দেখতে আসে। পরে ওই দুইজনের চক্রটি চা খাওয়ার কথা বলে জুয়েলার্সের মালিক কিশোর কুমার রায় মিঠুকে হোটেলে নিয়ে যায়। এসময় চক্রটি চায়ের সাথে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে মিঠুকে খেতে দেয়। চা খাওয়া শেষে দোকানে গিয়ে চক্রটি আবারও স্বর্ণালংকারগুলো দেখতে চায়। এসময় স্বর্ণালংকার দেখাতে দেখাতে অচেতন হয়ে পরে দোকানের মালিক মিঠু। এসময় দুল, ঝুমকাসহ প্রায় ২ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে চক্রটি দ্রুত সটকে পড়ে।
দিপিকা জুয়েলার্সের মালিক কিশোর কুমার রায় মিঠু বলেন, আমার কর্মচারী রবি রায় দূরে কর্মরত থাকলেও এ বিষয়টি টেরই পায়নি। আমি থানায় বিষয়টি অবগত করেছি।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল বলেন- সিসি ক্যামেরার ফুটেজ দেখে চক্রটিকে সনাক্তের চেষ্টা করা হচ্ছে। সাথে ছবি আছে