stive-smith

বিডি নীয়ালা নিউজ(২ই মে১৬)-স্পোর্টস ডেস্কঃ  চলতি আইপিএলে সবচেয়ে বড় ধাক্কাটা বোধহয় পেলেন পুণে জায়ান্টরা।

কব্জির চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। আইপিএলের অভিষেক মরসুমে আট ম্যাচে তাদের মাত্র দু’টো জয়।

চোটের জন্য ইতিমধ্যেই নিজেদের দেশে ফিরে গিয়েছেন কেভিন পিটারসেন, ফাফ ডু’প্লেসি, মিচেল মার্শের মতো স্টার ক্রিকেটার। এ বার সেই তালিকায় ঢুকে পড়লেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তথা পুণের ব্যাটিং স্তম্ভ স্মিথ। ফলে প্লে-অফে কোয়ালিফিকেশনের জন্য নিজেদের গুছিয়ে নেওয়ার আশায় বড়সড় ধাক্কা লাগল টিমের। এ বারের আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন স্মিথ। গুজরাত লায়ন্সের বিরুদ্ধে সেঞ্চুরি ছাড়াও নিয়মিত রান আসছিল তাঁর ব্যাট থেকে।

অস্ট্রেলিয়ার স্পোর্টস সায়েন্স অ্যান্ড স্পোটর্স মেডিসিন ম্যানেজার অ্যালেক্স কোন্টোরিস জানিয়েছেন, গত সপ্তাহ থেকেই ডান হাতের কব্জির চোট নিয়ে বেশ ভুগছিলেন স্মিথ। তা নিয়েই টুর্নামেন্টে খেলে যাচ্ছিলেন তিনি। ফিজিওদের বহু চেষ্টা সত্ত্বেও স্মিথের অবস্থার বিশেষ কোনও উন্নতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

সামনেই ওয়েস্ট ইন্ডিজের ট্যুর রয়েছে অস্ট্রেলিয়ার। ফলে স্টিভকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায়নি সে দেশের ক্রিকেট বোর্ড। তাই আইপিএল ছেড়ে দেশেই ফিরে যাচ্ছেন স্টিভ। অজি বোর্ড সূত্রে খবর, মে মাসের শেষে ক্যারিবিয়ানদের সামনে পড়ার আগে একশো শতাংশ সুস্থ হয়ে উঠতে রিহ্যাবে যেতে হবে স্টিভকে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে