রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত ছয় সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে সংস্কার কমিশনের সব শেষ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সোমবার (৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ অংশগ্রহণ করেন।

এ সময় কমিশন প্রধানরা সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তারা জানান, সংস্কার কমিশনের কাজ পুরোদমে শুরু হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ পুরোদমে শুরুর প্রথম পর্যায়ে ওয়েবসাইটের মাধ্যমে সবার মতামত সংগ্রহ শুরু এবং জেলা ও উপজেলা পর্যায়ে সফর করে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন সদস্যরা।

এছাড়া, পুলিশ সংস্কার কমিশন ইতোমধ্যে ১৪টি সভা এবং জনসাধারণের মতামত চেয়ে একটি প্রশ্নমালা প্রস্তুত করার পর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে জোর দেয়ার ব্যাপারে বেশ কিছু কাজ করেছে নির্বাচন সংস্কার কমিশন। কাজের অগ্রগতিতে সন্তোষ জানিয়ে প্রধান উপদেষ্টা কমিশনের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন।

Jam/U

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে