shamsur

ডেস্ক রিপোর্টঃ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি. বলেছেন, জনগণের মতামতের ওপর ভিত্তি করেই ভূমি ব্যবস্থাপনার আইনগত জটিলতাসমূহ সমাধান করা হবে।
তিনি বুধবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশের ভূমি আইন : অধিকারভিত্তিক বিশ্লেষণ ও প্রস্তাবিত পরিবর্তন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন’র সহায়তায় ভূমি মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করে।
দেশের সম্পদ এবং রাষ্ট্রের মালিক জনগণ এ কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে-অধিকার বাস্তবায়নের লক্ষ্যে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি জনস্বার্থে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও ভূমি সচিব মেছবাহ উল আলমও আলোচনায় অংশ নেন।
অধ্যাপক ড. আবুল বারকাতের নেতৃত্বে বিচারপতি কাজী এবাদুল হক, এ.কে.এম. জহির আহমেদ, অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, ড. এ.কে.এম. হেলাল-উজ-জামান, টি.আই.এম. নুরুন নবী চৌধুরী, অধ্যাপক সুভাস কুমার সেনগুপ্ত, এ্যাডভোকেট কাওসার আহমেদ প্রমুখ এ সভায় অংশ গ্রহন করেন।
ড. আবুল বারকাত এ সভায় চরের জমি, জলমহাল, চিংড়ি মহাল, পাথর মহাল, বালু মহাল, চা বাগানের জমি, কৃষি খাস জমি, অকৃষি খাস জমি, অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ভূমি অধিগ্রহণ, ভূমি প্রশাসন, ভূমি সংস্কার, ভূমি ব্যবহার, ওয়াকফ, ট্রাস্ট, দেবোত্তর সম্পত্তি, ভূমি জরিপ, ভূমি রেজিস্ট্রেশন এবং আদিবাসী ভূমি আইন (বন আইনসহ) মোট ২০টি বিষয়ে বিশ্লেষণাত্মক এবং অগ্রাধিকারভিত্তিক দরিদ্র ও প্রান্তিক মানুষের ভূমি অধিকার নিশ্চিত করার বিষয়টি উপস্থাপন করেন।
ভূমিমন্ত্রী মানুষের জন্য ফাউন্ডেশন’র উপস্থাপিত গবেষণালব্ধ বিষয়গুলো ধৈর্যসহকারে শ্রবণ করেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রমান্বয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে জনমানুষের মতামতের ভিত্তিতে ভূমি ব্যবস্থাপনার আইনগত জটিলতাসমূহের সমাধান করা হবে বলে জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনার সরকার দুঃখী ও মেহনতী মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, মৎস্যজীবী, কৃষিজীবী, ভূমিহীন, গৃহহীনসহ সকল শ্রেণী-পেশার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নেও বর্তমান সরকার আন্তরিক রয়েছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে