fb_img_1480907837736

এম এম মুজাহিদ উদ্দীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনডোর গেমস ক্রীড়া-উপ কমিটির উদ্যোগে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ইনডোর গেমস প্রতিযোগিতা-২০১৬’- রোববার সকাল ১০টায় নতুন একাডেমিক ভবনের নিচতলায়   এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জায়গার সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইনডোর ও আউটডোর ক্রীড়া প্রতিযোতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করছে। এর প্রধান কারণ হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগ ও আগ্রহের কোন কমতি নেই। শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধূলার গুরুত্ব
অনেক। আর উৎকর্ষ সাধিত হয় নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে।
এসময় ইনডোর গেমস ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আশরাফ-উল-আলম, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী, গ্রন্থাগারিক মোঃ এনামুল হক, শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী (৪-৭ ডিসেম্বর) ইনডোর গেমস প্রতিযোগিতার মধ্যে রয়েছে একক ও দ্বৈতভাবে দাবা, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে বত্রিশটি বিভাগের ২৫০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে