এম এম মুজাহিদ উদ্দীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনডোর গেমস ক্রীড়া-উপ কমিটির উদ্যোগে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ইনডোর গেমস প্রতিযোগিতা-২০১৬’- রোববার সকাল ১০টায় নতুন একাডেমিক ভবনের নিচতলায় এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জায়গার সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইনডোর ও আউটডোর ক্রীড়া প্রতিযোতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করছে। এর প্রধান কারণ হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগ ও আগ্রহের কোন কমতি নেই। শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধূলার গুরুত্ব
অনেক। আর উৎকর্ষ সাধিত হয় নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে।
এসময় ইনডোর গেমস ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আশরাফ-উল-আলম, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী, গ্রন্থাগারিক মোঃ এনামুল হক, শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী (৪-৭ ডিসেম্বর) ইনডোর গেমস প্রতিযোগিতার মধ্যে রয়েছে একক ও দ্বৈতভাবে দাবা, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে বত্রিশটি বিভাগের ২৫০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।