বিডি নীয়ালা নিউজ(১৫ই আগস্ট ২০১৬ইং)এম এম মুজাহিদ উদ্দীন, ঢাকা দক্ষিন প্রতিনিধি: ২০১৬-১৭ শিক্ষাবর্ষে হতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনটি নতুন বিভাগ খোলা হয়েছে। বিভাগ তিনটি হলো- জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি এবং ল্যান্ড ল অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ।
রবিবার হতে বিভাগসমূহে পেষণে কর্মরত অধ্যাপক ড. মোঃ জাকারিয়া মিয়া-কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের, অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসা-কে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের এবং সহযোগী অধ্যাপক খ্রীষ্টিন রিচার্ডসন-কে ল্যান্ড ল অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ আগস্ট তারিখে অনুষ্ঠিত ৩৮তম একাডেমিক কাউন্সিল-এর সভায় এই নতুন তিনটি বিভাগ খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।