বিডি নীয়ালা নিউজ(১লা আগস্ট ২০১৬ইং ) এম এম মুজাহিদ উদ্দীন, ঢাকা দক্ষিন,প্রতিনিধিঃ- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনায় আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জঙ্গি বিরোধী মানব বন্ধন।মানব বন্ধনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্ত্বর প্রদক্ষিণ করে।এরপর মানব বন্ধনটি বিশ্ববিদ্যালয়ের আশে পাশে বিভিন্ন জায়গায় ও প্রদক্ষিন করে। এতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক,শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং পুরান ঢাকার ৩৩ টি প্রতিষ্ঠান অংশ নেয়।মানব বন্ধনে উপাচার্য ড. মীজানুর রহমান বাসা মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, প্রশাসনের তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেই। এ প্রতিষ্ঠানের কেউ জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয়। বাসার মালিকেরা নিশ্চিন্তে তাদের বাসা ভাড়া দিতে পারেন। জঙ্গিবিরোধী মানববন্ধনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য এসব কথা বলেন। সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে জঙ্গি হামলা হয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মানব বন্ধনটি হয়।