বিডি নীয়ালা নিউজ(১৬ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ কলকাতার ইডেন গার্ডেন্সে আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের ১৪তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি।
সাম্প্রতি ব্যাটিংয়ে খুব বাজে খেলায় আজকের ম্যাচে পাকিস্তান তাদের একাদশে ছয়জন ব্যাটসম্যান ও দুজন অলরাউন্ডার নিয়েছে। আর টাইগারদের একাদশে আবু হায়দারের জায়গায় নেয়া হয়েছে আরাফাত সানিকে। আছেন বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে থাকা ফাস্ট বোলার তাসকিন আহমেদও। তবে আজকের ম্যাচেও খেলছেন না আরেক পেসার মুস্তাফিজুর রহমান।
টাইগারদের একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেইন, আরাফাত সানি ও তাসকিন আহমেদ।
আর পাকিস্তানের একাদশ হলো : আহমেদ শেহজাদ, শারজিল খান, মোহাম্মদ হাফিজ, ওমর আকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।