আন্তর্জাতিক রিপোর্টঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শেষ নাগাদ তার বার্ষিক বেতনের চার লাখ ডলার দাতব্য কাজে দান করবেন।
সোমবার মুখপাত্র সিয়ান স্পিসার ব্রিফিংয়ে একথা জানান।
প্রাত্যহিক ব্রিফিংকালে স্পিসার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট এ বছরের শেষ নাগাদ তার বেতন দান করার ইচ্ছা ব্যক্ত করেছেন।
যুক্তরাষ্ট্রে গত প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাকালে অনেকবার এই ধনকুবের ব্যবসায়ী বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কোন বেতন নেবেন না। তবে আইনগত বাধ্যবাদকতার কারণে প্রতীকী বেতন হিসেবে তিনি মাত্র এক ডলার গ্রহণ করবেন।
উল্লেখ্য, এর আগে হার্বাট হোভার ও জন এফ কেনেডি প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য তাদের বেতন দাতব্য কাজে দান করেন।
বাসস/এএফপি/এমএজেড/১৬১৫/এইচএবাসস বিদেশ-৬
যুক্তরাষ্ট্র-রাজনীতি-ট্রাম্প-দান
ট্রাম্প তার বেতনের চার লাখ ডলার দাতব্য কাজে দান করবেন
ওয়াশিংটন, ১৪ মার্চ ২০১৭ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শেষ নাগাদ তার বার্ষিক বেতনের চার লাখ ডলার দাতব্য কাজে দান করবেন।
সোমবার মুখপাত্র সিয়ান স্পিসার ব্রিফিংয়ে একথা জানান।
প্রাত্যহিক ব্রিফিংকালে স্পিসার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট এ বছরের শেষ নাগাদ তার বেতন দান করার ইচ্ছা ব্যক্ত করেছেন।
যুক্তরাষ্ট্রে গত প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাকালে অনেকবার এই ধনকুবের ব্যবসায়ী বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কোন বেতন নেবেন না। তবে আইনগত বাধ্যবাদকতার কারণে প্রতীকী বেতন হিসেবে তিনি মাত্র এক ডলার গ্রহণ করবেন।
উল্লেখ্য, এর আগে হার্বাট হোভার ও জন এফ কেনেডি প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য তাদের বেতন দাতব্য কাজে দান করেন।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে