ডেস্ক রিপোর্ট: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট (ডিওইআরটিআই) ভবিষ্যতে একটি আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্রে পরিণত হবে।
প্রফেসর কলিমউল্লাহ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে প্রথমবারের মত আয়োজিত ‘এমফিল ও পিএইচডি প্রোগ্রামের পরিচিতি : চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলসমূহ’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে একথা বলেন। উল্লেখ্য, প্রফেসর কলিমউল্লাহ ডিওইআরটিআই-এর পরিচালকের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি)’র প্রফেসর ড. কে এম সুলতানুল আজিজ দিনব্যাপী এ সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত সেমিনারের প্রফেসর সুলতানুল আজিজ বিভিন্ন বিষয়ে গবেষণার নানা দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
উপাচার্য প্রফেসর কলিমউল্লাহ তার বক্তব্যে বলেন, এ সেমিনার অনুষ্ঠানের মধ্য দিয়েই ডিওইআরটিআই সফলভাবে এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটির মাধ্যমে গবেষকরা ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে তাদের গবেষণাকর্ম সুষ্ঠুভাবে চালাতে সক্ষম হবেন।

বি/এস/এস/এন


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে